নাইক্ষ্যংছড়ি কৃষি কর্মকর্তা প্রভাতফেরিতে না যাওয়ায় ইউএনওর ক্ষোভ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে অমর একুশের সকালে খালি পায়ে প্রভাতফেরিতে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খোদ উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা আওয়ামী লীগ ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভার সিদ্ধান্তক্রমে ২১ ফেব্রুয়ারি সকাল ৮ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরিতে অংশ নেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণ।

খালি পায়ে প্রভাতফেরি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করলেও উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান জুতা পায়ে নির্বাক দাঁড়িয়েছিলেন। এ সংক্রান্ত কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সুশীল সমাজের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। প্রভাতফেরি শেষে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী বলেন, স্বাধীনতার পক্ষের কোন ব্যক্তি অমর অকুশের প্রভাতফেরি দেখার পরও অংশ না নিয়ে থাকতে পারেনা। প্রভাতফেরিতে অংশ না নিয়ে কৃষি কর্মকর্তা নিজের অবস্থান পরিষ্কার করেছেন বলেও মনে করেন তিনি।

 এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানকে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ উপকমিটিতে রাখা হয়। তিনি প্রভাতফেরির পেছনে ছিলেন বলেও দাবি করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন