রাঙ্গামাটিতে মহিলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

Pic-05-03-16-1

স্টাফ রিপোর্টার:

রাঙ্গামাটিতে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি শাফিয়া খাতুন শনিবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইন্সটিটিউটে সম্মেলনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে রাঙ্গামাটির মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, সাবেক পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী দিপংকর তালুকদারসহ মহিলা আওয়ামী লীগের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে রাঙামাটি জেলার ১০টি উপজেলার মহিলা আওয়ামী লীগের কাউন্সিলরগণ যোগ দেন।

সম্মেলনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা কোন অপশক্তি রোধ করতে পারবে না। দিন বদলের সোপান নিয়ে ক্ষমতায় এসেছিলেন তার নেতৃত্বে বাংলাদেশ এখন স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। আর নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠার জন্য জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন