রামু উপজেলায় ইউপি নির্বাচনে ২১চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

ইউনিয়ন পরিষদ নির্বাচন

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার ৫টি ইউনিয়নে আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডে মোট ২৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল মঙ্গলবার মনোনয়ন দাখিল শেষে এ তথ্য জানা গেছে।

রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বেদারুল ইসলাম জানিয়েছেন, রামুতে ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১জন, সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ৫০জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৭৪জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এর মধ্যে ঈদগড় ও কাউয়ারখোপ ইউনিয়নের রির্টার্নিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মো. সলিম উল্লাহর কাছে ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালী, বিএনপি মনোনীত নুরুল আজিম, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো ও দিদারুল আলম মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১০জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত শফিউল আলম, বিএনপি মনোনীত মুক্তিযোদ্ধা নুরুল হক, স্বতন্ত্র মোস্তাক আহমদ, এম এম আবদুল মালেক ও মোহাম্মদ হানিফ মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১২জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

কচ্ছপিয়া ও গর্জনিয়া ইউনিয়নের রির্টার্নিং অফিসার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুপেন চাকমার কাছে গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান তৈয়ব উল্লাহ, বিএনপি মনোনীত গোলাম মাওলা, স্বতন্ত্র প্রার্থী মো. মুহিবুল্লাহ, শাহরিয়ার আহমেদ ও সৈয়দ নজরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ৯ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন, বিএনপি মনোনীত আবু নোমান, স্বতন্ত্র প্রার্থী জাকের আহমদ মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ৯জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রশিদনগর ইউনিয়নের রির্টার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বেদারুল ইসলামের কাছে আওয়ামী লীগ মনোনীত বজল আহমদ বাবুল, বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান আবদুল করিম, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ও শাহ আলম মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১০জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উল্লেখ্য নির্বাচন কমিশন ঘোষিত তপশীল অনুযায়ি আগামী ২৮মে রামু উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন সমূহের মধ্যে রয়েছে, ঈদগড়, গর্জনিয়া, কচ্ছপিয়া, কাউয়ারখোপ ও রশিদনগর। এছাড়া রামুর অপর ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪জুন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন