রামুর শিল্পপতি ও সমাজসেবক মুজিবুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী বুধবার

ramu pic mujibul houq 04.05.16 (1)

নিজস্ব প্রতিনিধি:

রামুর বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মুজিবুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী বুধবার। তিনি রামু আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এবং চট্টগ্রাম এশিয়ান ও ডাফ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গ্যালেন্ট ফ্যাশন লি. এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

মুজিবুল হক রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর গ্রামের বাসিন্দা, ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়সহ অনেক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম ফজল কবির কোম্পানীর দ্বিতীয় ছেলে এবং রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হকের ছোট ভাই।

ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ জানিয়েছেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মুজিবুল হকের স্মরণে বুধবার বিদ্যালয়ে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়ছে। তিনি আরো জানান, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকা-ে মুজিবুল হক ছিলেন নিবেদিত প্রাণ। ব্যবসায়িক কারণে চট্টগ্রাম অবস্থান করলেও তিনি এলাকার গরিব অসহায় মানুষের সেবা করার জন্য ছুটে আসতেন। উল্লেখ্য ২০১৫ সালের ৪ মে মুজিবুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৬ বছর বয়সে ইন্তেকাল করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন