স্ত্রীরা স্বামীর জিম্মা নয়, কর্মক্ষম হোক: এমপি দীপংকর

fec-image

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, মহিলারা নিজের পায়ে দাড়াক, সংসারে ভূমিকা রাখুক। এখনো বর্তমান আধুনিক সময়ে স্ত্রীরা স্বামীর জিম্মা হয়। কিন্তু জননেত্রী শেখ হাসিনা চাই স্ত্রীরা শুধু স্বামীর জিম্মা নয়, কর্মক্ষম হোক।

মঙ্গলবার (২৮ জুন) সকালে রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত রাঙামাটিতে করোনাকালীন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, মা-বোনেরাও কর্মজীবনে এগিয়ে আসতে চাই। এই করোনাকালীন সময়ে বহু নারী ঘরে বসে অনলাইনে ব্যবসা করে স্বাবলম্বী হয়েছে। রোজ রোজ মাছ খাওয়ার চেয়ে মাছ ধরার কৌশল শেখাতে চাই শেখ হাসিনা। কারণ, কোন লিঙ্গ বৈষম্য চাই না শেখ হাসিনা। নারীদের এগিয়ে নিতে সরকার নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে।

এমপি আরও বলেন, দেশে করোনার চতুর্থ ঢেউ বইছে। কিছুদিন আগে দেশে করোনার হার ১ পার্সেন্ট থাকলেও তা বেড়ে এখন ১৫.৮৭ পার্সেন্ট-এ দাঁড়িয়েছে। তাই করোনার থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন।

জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসার সভাপতিত্বে এসময় জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, অংসুই সাইন চৌধুরী বক্তৃতা করেন। নারী উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন- রিহ্যাব টেক্সটাইল এর স্বত্বাধিকারী মনোয়ারা বেগম, জুম সদনের স্বত্তাধিকারী বিনতী চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ শিবলী রোমান।

করোনায় ক্ষতিগ্রস্ত ১২০জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে জনপ্রতি ৩০হাজার টাকা করে মোট ৩৬ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তা অর্থায়ন করেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এমপি দীপংকর, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন