আধিপত্য বিস্তার নিয়ে খাগড়াছড়িতে ইউপিডিএফ- জেএসএস এর মধ্যে গোলাগুলি
দুলাল হোসেন, খাগড়াছড়ি:
পাহাড়ে আধিপত্য বিস্তার অটুট রাখতে খাগড়াছড়ির লক্ষিছড়ি ও মানিকছড়ি উপজেলার রাঙ্গাপানি এলাকার গভীর অরণ্যে ইউপিডিএফ-জেএসএস এর মধ্যে ৩ঘন্টা ধরে গোলাগুলির খবর পাওয়া গেছে।
বুধবার সকাল সাড়ে আটটার হতে টানা ৩ঘন্টা বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সিমিতি (সন্তু গ্রুপ)‘র ও ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মধ্যে গুলিবিনিময়ের ঘটনা চলমান থাকলেও ইউপিডিএফ‘র প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা এ ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, এটা জেএসএস‘র আভ্যন্তরীন কোন্দলের বহিঃর্প্রকাশ।
অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক সজিব চাকমা গুলি বিনিময়ের ঘটনার সাথে জেএসএস‘র জড়িত থাকার কথা অস্বীকার করেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখর চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করেন।