কক্সবাজারে চলছে শান্তিপুর্ন হরতাল: আটক ২
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার
কক্সবাজারে বিএনপি সহ ১৮ দলীয় জোটের ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিন পিকেটার বিহীন শান্তিপুর্ন ভাবে চলছে। সকাল থেকে শহরে টমটম রিক্সা ও সিএনজি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুরপাল্লা’র কোন পরিবহন ছেড়ে যায়নি। এর ফলে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা পড়েছে বিপাকে। পর্যটকদের অনেকেই বাসটার্মিনালে গাড়ীর জন্য এসে ভিড় করতে দেখা গেছে। হরতালের কারণে অনেক পর্যটক কক্সবাজারে আটকা পড়েছে বলে দাবী করেছে পর্যটন সংশ্লিষ্টরা
হরতালের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার পার্বত্য নিউজ ডটকমকে বলেন, এখন পর্যন্ত কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে হরতাল আহবানকারীদের রাস্তায় দেখা যায়নি।
এদিকে, ঈদগাও এলাকা থেকে শিবিরের এক নেতা এবং শহরের একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ১ প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ ।