কক্সবাজার সৈকত থেকে গাজীপুরের পিএসসি পরীক্ষার্থী উদ্ধার : আটক ৩
অপহরণকারী চক্রের তিন সদস্যকে অপহৃত শিশুসহ আটক করেছে টুরিষ্ট পুলিশ কক্সবাজার। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কক্সবাজার সৈকতের হোটেল মিডিয়ার সামনে থেকে তাদের আটক করে অপহৃত শিশু মুস্তাকিম আলমকে উদ্ধার করে পুলিশ।
টুরিষ্ট পুলিশের ইন্সপেক্টর তারেক জানান, গাজিপুরের কোনাবাড়ি এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে পিএসসি পরীক্ষার্থী মুস্তাকিম আলম জয় রবিবার পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে অপহরণ হয়। অপহরণকারীরা জয়কে ছেড়ে দিতে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
জাহাঙ্গীর আলমের অভিযোগের ভিত্তিতে কোনাবাড়ি থানা পুলিশ অপহরণকারীদের লোকেশন ডিটেক্ট করে কক্সবাজার টুরিষ্ট পুলিশকে বিষয়টি জানায়। সোমবার দুপুরে শিশু মুস্তাকিম আলম জয়সহ অপহরণকারী চক্রের তিন সদস্য যথাক্রমে জাহাঙ্গীর আলমের দোকান কর্মচারি শান্ত, তার সহকর্মী লিটন, হৃদয় ও মাইক্রো চালক মিজানকে মাইক্রোসহ আটক করে।