কাপ্তাইয়ে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রাঙামাটির কাপ্তাইয়ে ফিটনেসবিহীন, লাইসেন্স ও হেলমেটবিহীন থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে মামলা ও জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা হতে আড়াইটা পর্যন্ত রেশমবাগান চেকপোস্টে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান।
এ বিষয়ে তিনি জানান, ফিটনেসবিহীন, লাইসেন্স ও হেলমেটবিহীন গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইনে ১৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয় এবং ৮ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়।
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, ফিটনেসবিহীন, ভ্রাম্যমাণ আদালত
Facebook Comment