কুতুবদিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

fec-image

কুতুবদিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। করোনার বিধি নিষেধ মেনে উপজেলা প্রশাসন দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। এ ছাড়াও আওয়ামী লীগ,সহযোগী সংগঠন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন নানা আয়োজন করে দিবসটি পালনে।

বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে পুলিশ প্রশাসন ৩১বার ফাঁকাগুলি বর্ষনের মাধ্যমে দিবসটির শূভ সূচনা করে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ,শিক্ষা প্রতিষ্ঠান এবং অঙ্গসংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন মাও: জাফর আলম।

সকাল ৮টায় বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার এ.এম জহিরুল হায়াত, সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, থানার ওসি মো: জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার বিউটি ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সকালে ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। স্কুলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ধুরুং ষ্টেডিয়ামে দেশাত্বকবোধক গান, আলোচনা সভা হয়। এসময় স্কুলের প্রধান শিক্ষক মোর্শেদুল আলমসহ সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমীর শীল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও নানা কর্মসূচি পালন করে বিজয় দিবসে।

বিকালে উপজেলা আ‘লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ‘লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। এ ছাড়া সভায় দলীয় বিভিন্ন নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া, বিজয় দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন