খাগড়াছড়িতে ভাল্লুকের আক্রমণে উপড়ে গেছে যুবকের চোখ

খাগড়াছড়ির সিন্ধুকছড়িতে ভাল্লুকের আক্রমণে অনেচান ত্রিপুরা(২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
আহত যুবক সিন্ধুকছড়ি নোয়াপাড়া গ্রামের সুকান্ত মহাজন পড়ার উপেন্দ্র ত্রিপুরার ছেলে।
মঙ্গলবার (২৩ মে) সকালে পাহাড়ের পাশে জমিতে কাজ করার সময় তাকে ভাল্লুক আক্রমণ করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।
আক্রমণে তার একটি চোখ উপড়ে যায়।
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, চোখ, ভাল্লুক
Facebook Comment