খাগড়াছড়িতে ৫ সপ্তাহের এন্টি টেরোরিজম প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

fec-image

খাগড়াছড়ি এপিবিএন স্পেশালাইজ ট্রেনিং সেন্টারে ৫ সপ্তাহের এন্টি টেরোরিজেম প্রশিক্ষণ কোর্স- ১ শনিবার (৯ নভেম্বর) শেষ হয়েছে। কোর্স সমাপনী উপলক্ষে সকাল ১১টায় প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

কোর্স কো-অর্ডিনেটর ও সুহকারি পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি আরঙ্গজেব মাহবুব। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন ও সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম।

প্রধান অতিথি প্রশিক্ষণলব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ থেকে সন্ত্রাস, উগ্রবাদ ও জঙ্গী মোকাবেলায় সর্ব্বোচ্চ পেশাদারিত্ব দক্ষতা ও ক্ষীপ্ততা প্রমানের আহবান জানান।

সারাদেশ থেকে বাছাইকৃত সহকারি পুলিশ সুপার, এসআই ও কনষ্টেবল পদমর্যাদার ৩৭ জনকে নিয়ে ৫ সপ্তাহের এ প্রশিক্ষণ শুরু হলেও ২২জন সফলভাবে কোর্স সমাপন করে সনদপত্র গ্রহণ করেন। প্রশিক্ষণে লক্ষ্যভেদসহ সকল ক্ষেত্রে সেরা সাফল্য প্রদর্শণ করে প্রথম হয়ে ট্রপি অর্জন করে এ এসআই শামীম আহমেদ সোহাগ, দ্বিতীয় হয়েছে কনষ্টেবল হাসমত আলী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এপিবিএন, পুলিশ সুপার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন