গাজায় গণহত্যার প্রতিবাদে রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে বিক্ষোভ

গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটির রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের বিভিন্ন মসজিদের ঈমাম, মোয়াজ্জেন ছাত্র-জনতা সর্বস্থরের জনগন। এসময় ইসরায়েলি পণ্যের বর্জনের ডাক দেন তারা।

সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫ টায় রাজস্থলী বাজার থেকে ছাত্র সমাজ ও সর্বস্তরের জনসাধারণের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা ও বাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে, মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

এতে নারায়ে তকবির আল্লাহ আকবার ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’; ‘ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চায়’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’; ‘নেতানিয়াহুর গালে গালে জুতা মারো তালে তালে’সহ নানা ক্ষোভ ও প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, 'বিশ্ব বিবেক আজ নির্বিকার। কোথায় সেই মানবাধিকার? যেখানে শিশু, নারী, সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেখানে জাতিসংঘসহ বিশ্ববাসী নিরব দর্শকের ভূমিকা রয়েছে।'

সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ইহুদিদের পণ্য বর্জনের আন্দোলন বেগবান করতে হবে।সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় তরুণ সমাজ ও বিভিন্ন রাজনৈতিক, গণমানুষ উপস্থিতি ছিলেন।

ঘটনাপ্রবাহ: রাঙ্গামাটি, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন