ঘুমধুমে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেটসহ নাম্বারবিহীন ট্রাক জব্দ
নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেটসহ একটি ট্রাক জব্দ করতে সক্ষম হয় পুলিশ।
রবিবার (২৬ মার্চ) ভোরে নাইক্ষ্যংছড়ি থানাধীন ৩নং ঘুমধুম ইউপির ৫নং ওয়ার্ডস্থ টিভি টাওয়ার সংলগ্ন এলাকা থেকে এসব জব্দ করা হয়।
জানা যায়, উখিয়া টেকনাফ সড়কের ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর পুলিশের অভিযানকালে সন্দেহজনক নাম্বারবিহীন একটি ট্রাককে দাঁড় করায় পুলিশ। তখন ট্রাকের চালক সহযোগীসহ ট্রাক থেকে দৌড়ে পালিয়ে যায়। পুলিশের সন্দেহ হলে ট্রাকটি তল্লাশি করলে ৩৫০ বক্স (৩৫০০ প্যাকেট) বিদেশি সিগারেট ও নাম্বারবিহীন ট্রাকটি জব্দ করে।
জব্ধকৃত বিদেশি সিগারেট ও নাম্বারবিহীন ট্রাকসহ সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা।