ঘুমধুমে ২৭’শ প্যাকেট অবৈধ সিগারেট উদ্ধার


নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্হ ঘুমধুম বিওপির দায়িত্ব পূর্ণ মগঘাট এলাকা থেকে বিজিবি কর্তৃক মালিকবিহীন ২৭’শ প্যাকেট বার্মিজ সিগারেট উদ্ধার করা করা হয়েছে।
বুধবার (১৭ মে) আনুমানিক বিকেল ৪টার সময় কক্সবাজার ৩৪বিজিবির অধীনস্থ ঘুমধুম বিওপির বিশেষ টহল দল কর্তৃক বিওপির নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মগঘাট নামক স্থান হতে ২৭শত প্যাকেট বার্মিজ সিগারেট উদ্ধার করে বলে জানা গেছে।
উল্লেখ্য, উক্ত ঘুমধুম ইউনিয়নের সমস্ত বিজিবির বিওপি কঠোর নজর-দারি বৃদ্ধি করে মাদকের ভয়াবহতা বিস্তার রোধে দিনরাত সীমান্ত জুড়ে কঠোর অবস্থানে রয়েছেন বিজিবির সদস্যরা।
ঘটনাপ্রবাহ: অবৈধ, ঘুমধুম, প্যাকেট
Facebook Comment