ত্বকের যত্নে ব্যবহার করুন ৫ ফল

fec-image

শীতকালে সাধারণত সবার ত্বক রুক্ষ শুষ্ক থাকে। তাই ত্বকে যত্নে আসে বাড়তি মনোযোগ। অনেকে ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখতে বিভিন্ন ধরনের ফলের ফেস প্যাক ব্যবহার করতে থাকেন। এগুলো ত্বকে নিয়ে আসবে ফ্রেশ লুক।

জেনে নিন দাগহীন ত্বকের জন্য ৫ ধরনের ফল কীভাবে ব্যবহার করবেন।

১. পাকা পেঁপে: ত্বকে জেল্লা আনতে পাকা পেঁপের প্যাক ব্যবহার করতে পারেন। পেঁপে কেটে ব্লেন্ড করে মধু মিশিয়ে ত্বকে লাগান। মিশ্রণটি ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।

২. আমলকী: আমলকী ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে। আমলকি ব্লেন্ড করে তাতে মেশান নিমপাতা বাটা। যাদের ব্রণ আছে তারা এই প্যাক লাগালে মিলবে উপকার।

৩. কমলা: কমলার রসের সঙ্গে হলুদ মিশিয়ে ত্বকে লাগান। ত্বকে ফিরবে জৌলুস। কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে বিভিন্ন ফেস প্যাকে ব্যবহার করে পারেন।

৪. আপেল: পরিমাণ মতো আপেল ব্লেন্ড করে নিন। আপেলের পেস্টে মেশান মধু। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৫. কলা: সারা বছরই পাওয়া যায় উপকারী কলা। ফলটি চটকে মধু মিশিয়ে ত্বকে লাগান। দূর হবে কালচে দাগ। মধু বদলে দুধ অথবা ডিমের সাদা অংশও মেশাতে পারেন। এতেও মিলবে উপকার।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ত্বক, যত্ন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন