ত্বকের যত্নে ব্যবহার করুন ৫ ফল

শীতকালে সাধারণত সবার ত্বক রুক্ষ শুষ্ক থাকে। তাই ত্বকে যত্নে আসে বাড়তি মনোযোগ। অনেকে ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখতে বিভিন্ন ধরনের ফলের ফেস প্যাক ব্যবহার করতে থাকেন। এগুলো ত্বকে নিয়ে আসবে ফ্রেশ লুক।
জেনে নিন দাগহীন ত্বকের জন্য ৫ ধরনের ফল কীভাবে ব্যবহার করবেন।
১. পাকা পেঁপে: ত্বকে জেল্লা আনতে পাকা পেঁপের প্যাক ব্যবহার করতে পারেন। পেঁপে কেটে ব্লেন্ড করে মধু মিশিয়ে ত্বকে লাগান। মিশ্রণটি ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
২. আমলকী: আমলকী ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে। আমলকি ব্লেন্ড করে তাতে মেশান নিমপাতা বাটা। যাদের ব্রণ আছে তারা এই প্যাক লাগালে মিলবে উপকার।
৩. কমলা: কমলার রসের সঙ্গে হলুদ মিশিয়ে ত্বকে লাগান। ত্বকে ফিরবে জৌলুস। কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে বিভিন্ন ফেস প্যাকে ব্যবহার করে পারেন।
৪. আপেল: পরিমাণ মতো আপেল ব্লেন্ড করে নিন। আপেলের পেস্টে মেশান মধু। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
৫. কলা: সারা বছরই পাওয়া যায় উপকারী কলা। ফলটি চটকে মধু মিশিয়ে ত্বকে লাগান। দূর হবে কালচে দাগ। মধু বদলে দুধ অথবা ডিমের সাদা অংশও মেশাতে পারেন। এতেও মিলবে উপকার।