ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামে খাগড়াছড়ি সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ
‘শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষিত মানুষ দেশের বোঝা নয় তারা দেশের সম্পদ, এই মুলমন্ত্রে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন সোমবার (২২ জুলাই) খাগড়াছড়ির পানছড়ি উপজেলা শাখার ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামে শিক্ষা উপকরণ বিতরণ করেছে।
জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি শিক্ষা উপকরণসমুহ ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের আহব্বায়ক রুকেন ত্রিপুরার (অমল) হাতে তুলে দেন।
শিক্ষা উপকরণ পেয়ে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম এর আহব্বায়কসহ অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতেও বিভিন্ন প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সহায়তা কামনা করেছেন।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন, পিএসসি এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাহাড়ে বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসাসহ সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।