দীঘিনালায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জন্মদিনের কেক কাটা হয়। কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে কেক বিতরণ করা হয়।
ঘটনাপ্রবাহ: জন্মবার্ষিকী, দীঘিনালা, বঙ্গবন্ধু
Facebook Comment