দীঘিনালায় ৩০ টাকা কেজি ওএমএস’র চাল বিক্রি শুরু


সারাদেশের ন্যায় আজ থেকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শুরু হয়েছে ন্যায্যমূল্যে চাল বিক্রি (ওএমএস) কর্মসূচি।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে দীঘিনালা থানা বাজার এবং বাস টার্মিনাল কেন্দ্রে চাল বিক্রি কর্মসূচির উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাতুল আলম।
এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাতুল আলম জানান, জনপ্রতি ৫ কেজি হারে ৩০ টাকা দরে বিক্রি করা হবে এ চাল। প্রতি কেন্দ্রে ৪শ জন করে এ চাল নিতে পারবেন। সপ্তাহে শুক্রবার এবং শনিবার ছাড়া বাবি সব দিনে চাল বিক্রি কার্যক্রম চালু থাকবে।