নাইক্ষ্যংছড়িতে সিএনজি চালককে নির্যাতন, হাসপাতালে ভর্তি
নাইক্ষ্যংছড়ি সদরে সিএনজি চালককে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সিএনজি চালকের নাম আলী হোসেন (৩০)। সে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আমির হামজা ছেলে। পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটানো হয় বলে আহত চালকের স্বজনরা জানান এ প্রতিবেদককে।
রোববার ৭ মে) দুপুর দেড়টার দিকে নাইক্ষ্যংছড়ি সদরের চাকঢালা বাজার এলাকায় এমন ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র আরও জানান, আহত আলী হোসেন নাইক্ষ্যংছড়ি সদর থেকে আশারতলী নামক এলাকায় যাত্রী নিয়ে যান প্রতিদিনকার ন্যায় । সেখানে যাত্রী নামিয়ে ফিরে আসার সময় সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ চাকঢালা বাজার এলাকায় পৌঁছলে কয়েকজন চিহ্নিত দুষ্কৃতিকারী পূর্ব শক্রতার জের ধরে তাকে ১ টি খুঁটিতে বেঁধে রেখে প্রায় দেড় ঘন্টা মারধর করে।
খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি সদর থেকে সিএনজি চালক সমিতির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। ভর্তির বিষয়টি হাসপাতাল কতৃপক্ষ নিশ্চিত করেন এ প্রতিবেদককে।
এ সময় হাসপাতালের কেবিনে সিএনজি চালক আলী হোসেন বলেন, মারধরের সময় তার কাছে থাকা বেশ কিছু টাকা ও তার মোবাইল সেটটি পর্যন্ত কেড়ে নেয় তারা