পানছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের লোগাং ইউপি কাউন্সিল


পানছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের লোগাং ইউপি’র ২য় কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার(১০ মে) সকাল ১০টা থেকে লোগাং এলাকায় অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করে উপজেলা কমিটির সভাপতি কৃপায়ন চাকমা।
সাংগঠনিক সম্পাদক এস মঙ্গল চাকমার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখে সহ সাধারণ সম্পাদক নীরব ত্রিপুরা।
প্রথম অধিবেশনে রিন্টু চাকমাকে সভাপতি, রতন ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও উজ্বল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা কমিটির সদস্য সুনিল চাকমা, হিল উইমেন্স ফেডারেশেনের মিতালী চাকমা, ইউপি সদস্য সঞ্জয় চাকমা ও ইউপিডিএফ এর প্রতিনিধি সংগঠক সাইক্লোন চাকমা।
২য় অধিবেশনে নব কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ ও নিরলসভাবে কাজ করার আহ্বান জানানো হয়।