‘পার্বতাঞ্চলে শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা বলে শেষ করা যাবেনা’

fec-image

খাগড়াছড়িতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১৪ বছরের উন্নয়ন বিষয়ক গ্রাম পর্যায়ে শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) বিকালে খাগড়াছড়ি সদর উপজেলা গোলাবাড়ী ইউনিয়নের দুর্গম এলাকা বড় পাড়া পরিদর্শন করেন। পরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে গোলাবাড়ী ইউনিয়নের সংরক্ষিত আসনে নারী সদস্য অঞ্জলী ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

এ উঠান বৈঠকে বামাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলেন্দ্র লাল ত্রিপুরা’র সঞ্চালনায় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পার্বত্য অঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়ন, রাস্তাঘাট, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলে শেষ করা যাবেনা। তিনি সকল ক্ষেত্রে উন্নয়ন ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের ভোট দিয়ে বিজয়ী করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আসীন করার আহ্বান জানান তিনি।

এসময় সাংসদ সদস্য’র সহ-ধর্মিণী মল্লিকা ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য নিলোদৎপল খীসা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আশুতোষ চাকমা, জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, দীঘিনালা উপজেলার ভাইস চেয়ারম্যান কালিন্দী রাণী চাকমা, জেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি রাণী ত্রিপুরা, খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উন্নয়ন, পার্বতাঞ্চল, শেখ হাসিনা সরকার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন