ফখরুলের আসনে ভোট ২৪ জুন


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে (বগুড়া ৬) আগামী ২৪ জুন ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার (৮ মে) দুপুরে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কমিশন সচিব হেলালউদ্দিন আহমেদ।
তিনি জানান, নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়ন বাছাই ২৭ মে। মনোনয়ন প্রত্যাহার ৩ জুন ও প্রতীক বরাদ্দ হবে ৪ জুন। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। ভোট নেওয়া হবে ইভিএমের মাধ্যমে।
ঘটনাপ্রবাহ: ভোট
Facebook Comment