বাইশারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা
বাইশারী (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এই র্যালি বের করা হয়।
প্রধান শিক্ষক কামাল হোছাইনের নেতৃত্বে “মান সম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা, শিক্ষাই শক্তি শিক্ষাই মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও এলাকার সুশীল সমাজকে নিয়ে র্যালিলি বাইশারী বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
র্যালি শেষে বেলা ১১টার সময় বিদ্যালয় হলরুমে শিক্ষা সপ্তাহ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
সহকারী শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় পরিচালনায় ও কমিটির সভাপতি মো. আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম বাহাদুর ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক কামাল হোছাইন, পরিচালনা কমিটির সদস্য হাজী নুরুন্নবী, জলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা মাওলানা আব্দুর রহিম প্রমূখ।