বান্দরবানে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বান্দরবানে দুটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন প্রদানসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে বান্দরবান ও লামা পৌর সকল কর্মকর্তা-কর্মচারী মঙ্গলবার (২ জুলাই) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন।
পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের বান্দরবান জেলা শাখার সভাপতি মং শৈ খৈ মারমা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো: হোসেনসহ দুইটি পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
এদিকে অবস্থান কর্মসূচিতে বক্তরা বলেন, নাগরিক জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সেবা পৌর কর্মকর্তা-কর্মচারীরা প্রদান করলেও মাস শেষে তারা নিয়মিত বেতন পায়না। চাকুরী শেষে তাদের পেনশনের কোন নিশ্চয়তা নেই। এ অবস্থায় দেশের বিভিন্ন পৌরসভায় বছরের পর বছর বেতন-ভাতা বকেয়া রয়েছে। নিয়মিত বেতন-ভাতা না পেয়ে পৌর কর্মকর্তা-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে অবর্ণনীয় দূর্ভোগ পোহাচ্ছে।
এ অবস্থায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ও পেনশন প্রথা চালুর দাবী জানান।