মাটিরাঙ্গায় উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার
আর মাত্র কয়েক ঘণ্টা পর শুভ উদ্বোধনের অপেক্ষায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নবনির্মিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার। সোমবার (৭ নভেম্বর) বিকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুর এমপি পাঠাগারটি উদ্বোধন করবেন।
এরই মধ্যে পার্বত্য উন্নয়ন বোর্ডের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এম পি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুর এমপি কর্তৃক ২০১৯ সালে ভিত্তি প্রস্তুর স্থাপনকৃত তিন কোটি চৌদ্দ লাখ টাকা ব্যয়ে বহুতল ভবন নির্মাণ ও আনুষঙ্গিক কাজ সম্পূর্ণ হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমা বলেন, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার উদ্বোধনের মধ্য দিয়ে মাটিরাঙ্গাবাসীর দীর্ঘ দিনের আশার প্রতিফলন ঘটবে। মাটিরাঙ্গায় সরকারি কোন পাঠাগার নাই। এই পাঠাগার স্থাপনের মাধ্যমে বই পড়ে নতুন প্রজন্ম বাংলাদেশের ইতিহাস, তথ্য উপাত্ত ও বঙ্গবন্ধ সম্পর্কে সঠিক ধারণা পাবে। এ পাঠাগার সর্বস্তরের পাঠক ও অধ্যয়নরত শিক্ষর্থীদের জন্য উন্মুক্ত থাকবে।