মাটিরাঙ্গায় বিআরএস ব্রিকস‌কে দেড় লাখ টাকা জরিমানা

fec-image

সরকা‌রি নি‌ষেধাজ্ঞা অমান‌্য করে ইট ভাটার জন‌্য মা‌টিকাটার দা‌য়ে বিআরএস ব্রিকসকে ১ লাখ ৩০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত ।

র‌বিবার (১৬ অ‌ক্টোবর) বিকা‌লে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেবের ভ্রাম্যমাণ আদালত এ জ‌রিমানা ক‌রেন।

ঘটনা সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ রমিজ কেরানি পাড়ায় অবৈধভাবে বুলডোজার মেশিন দিয়ে মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪(ক) মোতাবেক চালক মো. ইব্রাহিম ( ৪২)-কে ৭০ হাজার টাকা এবং মো. জাকির হোসেন (২৬)-কে ৬০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মা‌টিকাটার কা‌জে নি‌য়ো‌জিত ২টি বুলডোজার মেশিন‌কে বিকল করে দেওয়া হ‌য়ে‌ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জরিমানা, বিআরএস ব্রিকস‌, মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন