মাটিরাঙ্গা সফর করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক


খাগড়াছড়ির মাটিরাঙ্গা সফর করেছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
সোমবার (৮ মে) সকালে উপজেলা অডিটরিয়ামে এক মতবিনিময় সভা শেষে মাটিরাঙ্গা পৌরসভা পরিদর্শন করেন তিনি।
দুপুরের দিকে জেলা প্রশাসক পৌর প্রঙ্গনে পৌঁচালে ফুলের তোড়া দিয়ে বরণ করেন, পৌর মেয়র শামসুল হক ও পৌর কাউন্সিল বৃন্দ।
এ সময় পৌর হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে সক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী, মাটিরাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া, জাতীয় মহিলা চেয়ারম্যান নুসরাত জাহান (শুচি ) তথ্য আপা ফালগুনি ফালগুনি চাকমা সাথে ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনায় গুচ্ছ গ্রামে রেশনকার্ড, হাসপাতাল সংলগ্ন ধলিয়া খালের পরিত্যক্ত জুলন্ত ব্রিজ,মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় করণ ও ধলিয়া খালের দখল মুক্ত করণসহ একাধিক প্রকল্পের প্রস্তাব ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ।