মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

শান্তি, সপ্রিতি ও উন্নয়নের ধারাবাহিকতায় দুর্গম পাহাড়ি এলাকা খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে স্থানীয়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার গকুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মাটিরাঙ্গা জোন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক স্থানীয়দের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন ।
এসময় পাঁচ শতাধিক স্থানীয় দরিদ্র পাহাড়ি ও বাঙালির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে সুবিদা ভোগীরা বাংলদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঘটনাপ্রবাহ: চিকিৎসা সেবা, মাটিরাঙ্গা, সেনা জোন
Facebook Comment