রাঙামাটিতে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান

fec-image

স্বেচ্ছাসেবী সংগঠন ‘অক্সিজেন’ এর উদ্যোগে রাঙামাটিতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের আলেফ মার্কেট এলাকায় প্রধান অতিথি থেকে এ সেবা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

উদ্বোধনকালে চেয়ারম্যান বলেন, সেবার মান যত বাড়তে মানুষ তত সুস্থ্য থাকবে। মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো চিকিৎসা সেবা। যারা এমন মহতী উদ্যোগের সারথি হয়েছে তাদের অফুরান শুভেচ্ছা এবং এ কর্মকাণ্ড সুস্থ্যভাবে পরিচালনা করতে জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

এসময় রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার জামাল উদ্দিন, সংগঠনটির সভাপতি হাদিসুল ইসলাম, সদস্য নাছির উদ্দিন সোহেল, শংকর হোড়সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং চিকিৎসা সেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কার্ডিওলজি, চর্ম ও যৌন রোগ এবং মেডিসিন ও শিশু রোগসহ মোট তিনজন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে এ সেবা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চিকিৎসা সেবা, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন