মানিকছড়িতে গাঁজাসহ আটক ২

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ মার্চ) রাত আনুমানিক ১ টা ৫৫ মিনিটে মানিকছড়ি থানা পুলিশ উপ-পরিদর্শক নাজমুল হাসান, সুমন কান্তি দে, সহকারী উপ-পরিদর্শক খায়রুল আরেফিন, মিজানুর রহমান ও ছবির আহম্মদসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার তিনটহরী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়ক থেকে মো. আবুল হোসেন (২৪) ও মো. মামুন মিয়াকে (২১) ২ কেজি গাঁজাসহ আটক করেন।
পরে মাদক আইনে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে রোববার সকালে তাদের জেলে প্রেরণ করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) আনচারুল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনাপ্রবাহ: আটক, গাঁজা, মানিকছড়ি
Facebook Comment