মানিকছড়ির গোরখানায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

fec-image

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গোরখানা স্পোটিং ক্লাবের পরিচালনা ও উপজেলা সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। খেলায় ট্রাইবেকারে ৪-৩ গোলে চিলছড়ি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চেঙ্গুছড়া একাদশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার অজপাড়াগাঁ গোরখানাস্থ শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসা মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলার চেঙ্গুছড়া একাদশ বনাম চিলছড়ি একাদশ।

নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় সরাসরি ট্রাইবেকারে ৪-৩ গোলে চেঙ্গুছড়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন, খাগড়াছড়ি শাখার সভাপতি আইনজীবী জসিম উদ্দীন মজুমদার। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহনূর আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমএ কাদের, ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম, মো. আবুল কালাম আজাদ, ক্যয়জরী মহাজন, প্যানেল চেয়ারম্যান মো.ইদ্রিস ইসলাম বাচ্চু, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রমজান আলী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান,গ্রাম সর্দার মো. সফিকুল ইসলাম, সাংবাদিক মো. রবিউল হোসেন, মো. ইসমাইল হোসেন প্রমূখ।

খেলা শেষে অতিথিরা সেরা খেলোয়াড় চিংমং (চিলছড়ি একাদশ), ম্যান অব দ্য ফাইনাল মো. কামরুজ্জান (চেঙ্গুছড়া একাদশ), উদীয়মান খেলোয়াড় মো. আনোয়ার হোসেন ( গোরখানা স্পোটিং ক্লাব) সেরা গোলরক্ষক ( চেংগুছড়া একাদশ) অংসামং মারমাকে বল, ব্যক্তিগত ক্রেস্ট, রানার্স আপ, চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি ও ট্রফি তুলে দেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ফুটবল টুর্নামেন্ট, মানিকছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন