যামিনীপাড়া ব্যাটালিয়নের ইফতার ও খাবার বিতরণ

fec-image

দে‌শের স্বধীনতা ও সা‌র্বভৌমত্ব রক্ষার পাশাপা‌শি জন্মলগ্ন থে‌কে আর্তমানবতার সেবায় নিরলসভা‌বে কাজ ক‌রে যাচ্ছে বর্ডারগার্ড বাংলা‌দেশ। এরই ধারাবাহিকতায় প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার, রাতের খাবার ও ইফতার সামগ্রীসহ বিভিন্ন খাদ্য সামগ্রী এবং শিশু খাদ্য বিতরণ ক‌রে‌ছে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) ।

সোমবার (১০ এপ্রিল ) যামিনীপাড়া ব্যাটালিয়নের দা‌য়িত্বরত এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে অধিনায়ক এবিএম জাহিদুল করিম এসব সামগ্রী বিতরণ করেন।

বিতরণকৃত পণ্য সামগ্রীর ম‌ধ্যে র‌য়ে‌ছে- ১০০ প্যাকেট ইফতারি ১০০ প‌্যা‌কেট রাতের খাবার ও বি‌ভিন্ন ধর‌নের শিশু খাদ্য। এছাড়াও একজন অবসরপ্রাপ্ত দুস্থ অসহায় সরকা‌রি কর্মচারীর পরিবারকে চাল ৩০ কেজি, আলু ৫ কেজি, ডাল ৫ কেজি, চিনি ৫ কেজি , তেল ৫ লিটার প্রদান ও
পথ শিশুদের মাঝে বিভিন্ন প্রকার শিশু খাদ্য বিতরণ করা হ‌য়ে‌ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইফতার, খাবার, ব্যাটালিয়ন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন