রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান প্রেসক্লাবকে পার্বত্য মন্ত্রণালয়ের ৯০ টন চাল বরাদ্দ

fec-image

‘বিশেষ প্রকল্প কর্মসূচির’ আওতায় তিন পার্বত্য জেলার প্রেসক্লাবকে ৩০ মেট্রিক টন করে মোট ৯০ মেট্রিক টন খাদ্যশস্য (চাল) বরাদ্দ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তিন জেলার তিনটি প্রেসক্লাবকেই তিনটি করে প্রকল্পের বিপরীতে ১০ মেট্রিক টন করে ৩০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়-১ শাখার উপসচিব মোহাম্মদ নাহিদ ইসলামের সই করা এক বরাদ্দপত্রে এসব তথ্য জানানো হয়েছে।

বরাদ্দপত্রে জানানো হয়েছে, ‘বিশেষ প্রকল্প কর্মসূচির’ আওতায় খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের অনুকূলে ৯০ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদানের নিমিত্তে বরাদ্দ বিতরণের সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হলো।

এতে আরও জানানো হয়, খাগড়াছড়ি প্রেসক্লাবের জন্য আসবাবপত্র ও তৈজসপত্র ক্রয় প্রকল্প; খাগড়াছড়ি প্রেসক্লাবের ভবন সংস্কার ও মেরামত এবং সিসিটিভি স্থাপন ও সাউন্ড সিস্টেম স্থাপন প্রকল্পের জন্য ৩০ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়।

একইভাবে রাঙামাটি প্রেসক্লাবের প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয় প্রকল্প; রাঙামাটি প্রেসক্লাবের জন্য কম্পিউটার/ল্যাপটপ ক্রয় ও পয়ঃনিষ্কাশনের জন্য সেফটি ট্যাংক নির্মাণ প্রকল্পের জন্য ৩০ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়।

আবার বান্দরবান প্রেসক্লাবের অফিস ভবন মেরামত ও সংস্কার এবং বৃষ্টির পানি নামার সুবিধার্তে পাকা চ্যানেল তৈরিকরণ; প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের অফিস কক্ষ সংস্কার; প্রেসক্লাবের নিয়নবাতি সাইনবোর্ড স্থাপনসহ প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে ৩০ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য জেলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন