রাজস্থলীতে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত

fec-image

বর্ণিল আয়োজনে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা , মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ( চেয়ারম্যান) পুচিংমং মারমা, চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, উপজেলা প্রকৌশলী হাসিবুল হাসান, আনসার ভিডিপি কর্মকর্তা আবদু সাত্তার, মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক, পিআইও আবু হেলাল, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে-‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাজস্থলী, শেখ রাসেল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন