আলীকদমে সেনাবাহিনীর অনন্য পাঠশালা কার্যক্রম

Alikadam Zone News Pic

 ডেস্ক নিউজ:

আলীকদম জোন সদরে অনন্য পাঠশালা কার্যক্রম শুরু হয়েছে। গত শনিবার বিকেলে আলীকদম জোন কমান্ডার লে. কর্ণেল মো. আলমগীর কবির পাঠশালার কার্যক্রম উদ্বোধন করেন। বান্দরবান সেনা রিজিয়নের কার্যক্রমের অংশ হিসেবে এ পাঠশালা শুরু হয়েছে বলে জানা গেচে। শনিবার পাঠশালা শুরুর প্রাক্কালে জোন কমান্ডার লে. কর্ণেল মো. আলমগীর কবির বলেন, বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশুদের শিক্ষাদান করবে এ পাঠশালা। পাশাপাশি নিরক্ষর ব্যক্তিরা যাতে বই-পুস্তক ও পত্রিকা দেখে পড়তে পারেন সেনা জোনের তরফ থেকে সে প্রচেষ্টা চালানো হবে। জোন থেকে শিক্ষার্থীদের বইপুস্তক ও খাতা-কলম সরবরাহ করা হবে। আলীকদম জোনের সৌজন্যে বিভিন্ন ক্যাম্পের তত্ত্বাবধানে গত জানুয়ারী থেকে নয়টি পাঠশালার কার্যক্রম চলছে। সপ্তাহে পাঁচদিন এ পাঠশালার কার্যক্রম চলবে। এ সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট নজরুল ও সেনা সদস্যবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন