পার্বত্য সচিবের অপসারনের দাবীতে বিক্ষোভ

news_pic_01_(21-04-13)[1]

 ডেস্ক নিউজ:

বাঙ্গালী উৎখাতের ষড়যন্ত্রকারী পার্বত্য মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার অপসারনের দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচী পালন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। রবিবার সকাল ১১টায় খাগড়াছড়ির আদালত সড়ক থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচী পালন করে। বিক্ষোভ মিছিলে পাহাড় থেকে বাঙ্গালীদের উৎখাতের ষড়যন্ত্রকারী পার্বত্য মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার অপসারন দাবী করে শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। মিছিল শেষে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির আহব্বায়ক-আব্দুল মজিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতা-মাসুদ রানা, খাগড়াছড়ি পৌর কমিটির সভাপতি মাঈন উদ্দিন, ২নং কমলছড়ি ইউনিয়ন সভাপতি ইউনুস,মোস্তফা কামাল, বাঙ্গালী দলপতি পরিষদের সভাপতি আ: আজিজ আকন্দ, সম্পাদক আরিফুল্লাহ, অর্থ-সম্পাদক শাহ জাহান ফরাজী প্রমুখ।
বক্তারা বলেন-নব বিক্রম কিশোর ত্রিপুরার পার্বত্য মন্ত্রনালয়ের সচিব পদে দায়িত্ব পাওয়ার পর থেকে পাহাড়ী-বাঙ্গালীদের মধ্যে বিবাদ সৃষ্টি করে চলেছে। ২ ডিসেম্বর ১৯৯৭ সালে পার্বত্য চুক্তির পর থেকে উপজাতীয় সন্ত্রাসীদের মদদে বাঙ্গালীদের ঘর-বাড়ী,বাগান-বাগিছা দখল করে ভাবনা কেন্দ্র ও উন্নয়ন বোর্ডের আওতাধীনে উপজাতীয় করন অব্যাহত রয়েছে। বর্তমানে পার্বত্য মন্ত্রনালয় কর্তৃক জারীকৃত বিতর্কিত স্মারক পত্রের আলোকে গোপনীয় এ সমস্ত জবর দখলীয় জায়গা পার্বত্য মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার চক্রান্তে জেলা প্রশাসক মাসুদ করিম ভুমি গুলো বন্দোবস্তি প্রদানের জন্য কার্যক্রম অগ্রসর করছে বলে অভিযোগ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন