আলীকদম থানায় আম বাগান সৃজন

Brikko Ropon News_Alikadam, Bandarban Pic-3 copy

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম থানায় দুইশ’ আমের চারা রোপণের মধ্য দিয়ে আম বাগান সৃজন করা হয়েছে।

শুক্রবার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন একটি আমের চারা রোপণের মধ্য দিয়ে আম বাগান সৃজনের আনুষ্ঠানিকতা শুরু করেন।

উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, থানার সামনে প্রায় আশি শতক জমিতে ২শ’ আমের চারা রোপণের উদ্যোগ নেন থানার ওসি মোঃ আসলাম হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে পরবর্তীতে এ আম বাগানের পাশাপাশি সেখানে রেডলেডি পেঁপের চারাও রোপণ করা হবে।

কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাঠ কর্মকর্তা রতন চাকমা জানান, থানার সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে কারিতাস থেকে ১শ’ আম্রপালি ও ১শ’ রাংগুই আমের চারা দেওয়া হয়েছে।

চারা রোপণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন, এএসআই আব্দুল মান্নান ও এএসআই রমিজ উদ্দিন।

চারা রোপনকালে স্থানীয়দের মধ্যে যোগ দেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শুভরঞ্জন বড়ুয়া, জেলা পরিষদের উপজেলা তত্ত্বাবধায়ক উইলিয়াম মার্মা ও অংশেথোয়াই মার্মা প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন