বঙ্গবন্ধুর আদর্শের পথে থেকেই সোনার বাংলা গড়তে হবে: ক্যশৈহ্লা

Bandarban cr pic-14.8

স্টাফ রিপোর্টার:
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবানে কৃষক লীগের সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে। বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষি পদ দাশ, সাংগঠনিক সম্পাদক ক্যসা প্রু, অজিত দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি ক্যাশৈহ্লা বলেন, বঙ্গবন্ধুর মতো মানুষ এই পৃথিবীতে ক্ষণজন্মা। তার আদর্শ আজকের পৃথিবীতে অনুসরণীয়। আগামীতেও এই আদর্শের আবেদন ফুরাবে না। তাই অন্য কোনো পথে নয় বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে পারলেই স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা যাবে।

জাতিকে কলঙ্কমুক্ত করতেই বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। বিদেশে দণ্ড প্রাপ্ত আসামীদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবী জানান ক্যশৈহ্লা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন