আ’লীগ নেতা হত্যার ঘটনায় চকরিয়ায় ১৬ জনের বিরুদ্ধে ছেলের মামলা

মামলা

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ বলি খুনের ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন তারই পুত্র ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান বাবুল। তন্মধ্যে ৮ জনকে এজাহারনামীয় আসামী করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মামলাটি দায়ের করা হয় থানায়।

মামলার এহজাহারনামীয় আসামীরা হলেন পৌরসভার কাহারিয়া ঘোনাঘাট পাড়ার মৃত সিরাজ আহমদের ছেলে গোলাম মোস্তফা প্রকাশ বদি আলম, খোন্দকার পাড়ার নুরুল আজিমের ছেলে নয়ন চৌধুরী, ঘাট পাড়ার গোলাম মোস্তফার ছেলে রজিম উদ্দিন, খোন্দকার পাড়ার আকবর আহমদের ছেলে হাফেজ আমান উল্লাহ, একই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে শহিদুল আলম, ঘাট পাড়ার মৃত বদিউদ্দিনের ছেলে কামাল উদ্দিন, মৃত লাল মিয়ার ছেলে নুরুল আবচার প্রকাশ গুরা মিয়া, কবির আহমদ প্রকাশ ছৈয়দ কবিরের ছেলে মোহাম্মদ নুরু।

এদিকে নিহত আবদুল মজিদের ময়নাতদন্ত কার্যক্রম শেষ হলে বুধবার রাতেই নিজ বাড়িতে নিয়ে আসা হয় কক্সবাজার সদর হাসপাতাল থেকে। বুধবার বেলা আড়াইটার দিকে স্থানীয় মজসিদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারো জনতা অংশ নেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, ‘ময়নাতদন্ত কার্যক্রম শেষ হলে মঙ্গলবার রাতেই আওয়ামী লীগ নেতা আবদুল মজিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর পর তার ছেলে মো. মিজানুর রহমান বাবুল বাদী হয়ে লিখিত এজাহার দিলে তা মামলা হিসেবে রুজু করা হয়। মামলার আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন