ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৬

fec-image

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৬ জন হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৭০০ জন। স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) সকালে পশ্চিম জাভা দ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে এএফপি জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

দেশটির জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, পশ্চিম জাভার সিয়ানজুড় শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর ভূমিকম্পটির উৎপত্তি। এতে সুনামির কোনো সম্ভাবনা তৈরি হয়নি।

সিয়ানজুর প্রশাসনের প্রধান হেরমান সুহেরমান বলেন, এখন পর্যন্ত শুধু এই হাসপাতাল থেকে (সিয়ানজুর শহরের হাসপাতাল) আমি যে তথ্য পেয়েছি, প্রায় ২০ জন মারা গেছেন। কমপক্ষে ৭০০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অধিকাংশই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে শরীরে আঘাত পেয়েছেন।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। সেখানকার সিয়ানজুর শহর ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ভূমিকম্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন