ইলিশ ধরা ও বিক্রি বন্ধে কক্সবাজারে চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান

457-copy

নিজস্ব প্রতিবেদক:

ইলিশের প্রজনন মৌসুমে নিরাপদে প্রজননের মধ্য দিয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষে ২২ দিন পর্যন্ত বন্ধ থাকছে ইলিশ ধরা ও বিক্রি। সরকারের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে সারাদেশের ন্যায় কক্সবাজারেও চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তাদের সাথে নিয়ে শহরের বিভিন্ন মাছ বাজার, বরফ মিল ও ফিসারী ঘাটে চলছে এ অভিযান। তল্লাসী করে দেখা হচ্ছে ইলিশ মাছ ধরা, বিতরণ ও কেনাবেচা হচ্ছে কিনা। ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন এ অভিযান অব্যাহত থাকবে এবং মজুদকৃত ইলিশ মাছ স্থগিত থাকবে বলে জানান,  ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা মুস্তাফা।

অভিযানে নিবার্হী ম্যাজিষ্ট্রেটের সাথে ছিলেন, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক সালেহ আহম্মদ, জেলা মৎস্য কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহম্মদসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া সাথে ছিলেন আনসার ব্যাটালিয়ানের নায়েক মো: আবু হানিফের নেতৃত্বে একদল আনসার সদস্য।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন