কক্সবাজারের এএসপি’র বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

Pic_cox_ASP 02

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতারের বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মৎস্য ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন উত্তর অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জলদস্যু ও ডাকাতদের আতঙ্ক হচ্ছে বাবুল আকতার। যদি অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতারকে বদলী করা হলে সাগরে জলদস্যুতা ও ডাকাতি বেড়ে যাবে। তাই এ কর্মকর্তার বদলী আদেশ প্রত্যাহার জরুরী।

কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে কক্সবাজার সিভিল সোসাইটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কানন পাল বক্তব্য রাখেন।
সাধারণ সম্পাদক জানে আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রফিক সওদাগর, সহ-সভাপতি আলা উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ আমজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মোতালব, অর্থ সম্পাদক মোস্তাক আহমদ ভুট্টো, সাংগঠনিক সম্পাদক কাজী বাদশা হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মমতাজ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওসমান গণি টুলু, মোহাম্মদ ছিদ্দিক, সদস্য যথাক্রমে-মোহাম্মদ সেলিম উল্লাহ, মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ ছিদ্দিক সওদাগর, মোহাম্মদ আরিফ, কাশেম ভান্ডারী কাশেম, আবুল হোসেন, মোহাম্মদ সুমন প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “কক্সবাজারের এএসপি’র বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন