কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহত ২: ৩ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

fec-image

বন্দুকযুদ্ধ

স্টাফ রিপোর্টার:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার শহরে দুই দলের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে শহরের বাদশাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নুরুল আলম (২৬) ও মো. কালু (৪৫)। পুলিশ তাদেরকে ডাকাত বলে দাবি করেছে।

জানা গেছে , আজ রবিবার দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের জেলখানার পেছনে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রমজান বাহিনী ও নুরুল আলম বাহিনী প্রকাশ্যে গোলাগুলিতে লিপ্ত হয়। এতে ডাকাত ও শীর্ষ সন্ত্রাসী নুরুল আলম বাহিনী প্রধান নুরুল আলম ও তার সেকেন্ড ইন কমান্ড বর্মাইয়া কালু গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয় ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের বাদশাঘোনায় ডাকাত রমজান ও রানা গ্রুপের মধ্যে দুপুরে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নুরুল আলম ও মো. কালুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে তিনটি এলজি বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন