কক্সবাজারে মনোনয়ন প্রত্যাহার করলেন ৫ প্রার্থী: ২ আসনে একক প্রার্থী

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শুক্রবার কক্সবাজারের ৪টি আসনে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে কক্সবাজার ২ টি আসনে একক প্রার্থী, অপর ২টিতে ২ জন করে ৪ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। ৪ টি আসনের মধ্যে ওই ২ টিতে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

সুত্র জানায়, কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের  ২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এরা হলেন, আওয়ামীলীগ প্রার্থী জাফর আলম এবং জাতীয় পার্টির প্রার্র্থী হাজি মোহাম্মদ ইলিয়াস। তাদের ২ জনের কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। এর আগে জাতীয় পার্টির প্রার্র্থী হাজি মোহাম্মদ ইলিয়াস মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করলেও পরে প্রত্যাহারপত্র তুলে নিয়েছেন।

কক্সবাজার- ২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আওয়ামীলীগ প্রার্থী আশেকুল্লাহ রফিক একক প্রার্থী। ওই আসনের জাতীয় পার্টি ঘোষিত প্রার্থী কবির আহমদ এবং বিএনএফ এর প্রার্থী নাসির উদ্দিন হায়দার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ড. আনছারুল করিমের মনোনয়ন পত্র  দিলেও তা বাতিল হয়েছে আগে।

কক্সবাজার ৩ (কক্সবাজার-রামু) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল মাবদু, শামীম আহসান ভুলু ও জাতীয় পার্টির প্রার্থী মফিজুর রহমান মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ আসনের কেবল একক প্রার্থী হলেন, আওয়ামীলীগের বিকল্প প্রার্থী সাইমুম সরওয়ার কমল।

এর আগে, আওয়ামীলীগের ঘোষিত প্রার্থী কানিজ ফাতেমা, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সোহেল সরওয়ার কাজল, নাজনীন সরওয়ার কাবেরী, স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়–য়া, জাপার বিদ্রোহী প্রার্থী রুহুল আমিন সিকদার, স্বতন্ত্র প্রার্থী সেলিম আকবর মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এ বাতিলের বিপরীতে কানিজ ফাতেমা হাইকোর্টে রীট আবেদন করেন।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামীলীগের প্রার্থী আব্দুর রহমান বদি এমপি এবং জাতীয় পার্টির প্রার্থী  তাহা ইয়াহিয়া প্রার্থী হিসেবে রয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন