কাপ্তাইয়ে ভূয়া কবিরাজের রমরমা বাণিজ্য : প্রতারণার শিকার সাধারন মানুষ

images_bg_656863946
 
কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাইয়ে বিভিন্ন স্থানে লাইসেন্সবিহীন ভুয়া বৈদ্য, ওঝা, কবিরাজের রমরমা বানিজ্য চলছে। প্রতারণার শিকার হচেছ সাধারন লোকজন। কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় এক শ্রেণীর ভুয়া বৈদ্য ক্যান্সারসহ সর্ব রোগের চিকিৎসার কথা বলে সাধারণ লোকদের নিকট হতে হাজার, হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে। তেমনি কাপ্তাই চিৎমরম বাজার স্কুল পাহাড় এলাকায় শামসুল হক(জামাল বৈদ্য) নামে এক বৈদ্য দীর্ঘ দশ বছর যাবত জ্বিন হাজির, জাদু, টোন, বান কাটা ও ক্যান্সার রোগের চিকিৎসার কথা বলে বিভিন্ন রোগীদের নিকট হতে হাজার , হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
 
অভিযোগ পাওয়া যায় জামাল বৈদ্য সম্প্রতি জীবতলী এলাকার এক ভান্তের মায়ের কঠিন রোগের চিকিৎসা ভাল করার কথা বলে চিকিৎসা করার সময় অবশেষে ঐ রোগী বৈদ্যর নিজ ঘরেই মারা যায়। এ নিয়ে এলাকায় হইচই হয়েছিল । এ ছাড়া কাপ্তাই শিলছড়ি এলাকায় এক রোগীর কঠিন রোগ ভাল করার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। রোগীকে ঝাড়, ফুক ও লতা-পাতা দিয়ে চিকিৎসা করা হলে হিতে বিপরীত দেখা দেয় এবং এক পর্যায়ে ঐ রোগী আরো অসুস্থ হয়ে পড়ে। পরে বৈদ্যকে দেন দরবারের মাধ্যমে রোগীর টাকা ফেরত দিতে বাধ্য করা হয়।
 
গত মাসে রাঙ্গুনিয়া এলাকার মোঃ আলম নামের এক ক্যান্সার রোগীর রোগ ভাল করার কথা বলে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। রোগীর আত্মীয়-স্বজন অভিযোগ করেন, উক্ত বৈদ্য ক্যান্সার ভাল করার কথা বলে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। রোগী ভাল না হয়ে আরো অসুস্থ হয়ে পড়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। এ ব্যাপারে ঐ জামাল বৈদ্যর সাথে মোবাইলে আলাপ করা হলে তিনি বলেন, আমার কোন বৈধ লাইসেন্স, বা কাগজপত্র নেই। কোন রকমে কাজ করে সংসার চালাই। তবে তিনি ব্যাথা রোগের চিকিৎসা করে বলে উল্লেখ করেন।
 
উল্লেখ্য, কাপ্তাইয়ে ভূয়া ও লাইসেন্সবিহীন কবিরাজ, বৈধ্য, ওঝা ব্যাপকহাড়ে বৃদ্ধি পাওয়ায় এলাকার সাধারণ লোকজন প্রতিনিয়ত প্রতারিত হচেছ। এদের চিকিৎসা নামে অপচিকিৎসায় বহু রোগী মৃত্যুবরণ করছে। তাঁদের বিরুদ্বে প্রশাসন অতিশয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে এলাকার সচেতন মহল মনে করেন।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন