কুতুবদিয়ায় জিপিএ- ৫ এর বিপর্যয়

SSC

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় এসএসসি‘র ফলাফলে এবার জিপিএ-৫ এর বিপর্যয় ঘটেছে। গত বছর উপজেলার অধিকাংশ বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে মাত্র ১৭জন পরীক্ষার্থী। বরাবরের মতো কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ধরে রেখেছে ঐতিহ্য। সেরা ফলাফলসহ জিপিএ-৫ পেয়েছে ১২পরীক্ষার্থী। এ ছাড়া এ বিদ্যালয়ে ২৪৮জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২৪১ জন। পাশের হার ৯৭.১৮ শতাংশ।

কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৯জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪৬জন, কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৩জন জিপিএ-৫ সহ ৯০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৮৫জন, আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ে ১ জন জিপিএ-৫সহ ৭৭জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৭২ জন, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১জন জিপিএ-৫সহ ১৯১জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৫৯জন, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ে ৮৪জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৭২জন, সতরুদ্দীন উচ্চ বিদ্যালয়ে ৮৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৫৯জন এবং কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলে ৪৩জন পরীক্ষায় অংশ নিয়ে ১৫জন পরীক্ষার্থী পাশ করেছে। কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ধুরুং হাই স্কুল কেন্দ্র এবং কুতুবদিয়া হাই স্কুল ভেন্যুতে ৮ প্রতিষ্ঠানের মোট ৮৭৯জন পরীক্ষার্থীর মাঝে পাশ করেছে ৭৪৯জন। উপজেলায় গড় পাশের হার ৮৬.১৯ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তে বিপর্যয় সম্পর্কে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সজল দাস, কুতুবদিয়া হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ বলেন, এবার পরীক্ষার হলে নকল রোধে কঠোর অবস্থান নেয়া এমনটা হয়েছে। পরীক্ষার হলে এবার শুরুতেই নৈবৃত্তিক প্রশ্ন থাকায় পরীক্ষার্থীরা সময় কম পেয়েছে যারা প্রভাব পরীক্ষার্থীদের ফলাফলে উপর পরেছে বলে মনে করেন তারা। তবে আগামীতে এ সমস্যা কাটিয়ে জিপিএ-৫ অর্জনে অনেকটা এগিয়ে যাবে শিক্ষার্থীরা এমন আশা করেন তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন