কুতুবদিয়ায় বই উৎসবে ৫৫ হাজার ৩৪৫ শিক্ষার্থীর মুখে হাসি

fec-image

কক্সবাজারের কুতুবদিয়ায় বছরের প্রথম দিন জাতীয় বই উৎসবে নতুন পাঠ্য বই পেল ৫৫ হাজার ৩৪৫ শিক্ষার্থী।

রবিবার (১ জানুয়ারি) উপজেলার সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ের সরকারি-বেসরকারি ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের মাঝে ২১ হাজার সেট, মাধ্যমিক পর্যায়ের ১৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে ২৩ হাজার ২৬৫ সেট ও ইবতেদায়ি শ্রেণির শিক্ষার্থীকে ১১ হাজার ৮০ সেট বই তুলে দেয়া হয়েছে।

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠ্য বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা। এসময় সহকারী কমিশনার (ভূমি) জাজ মিত্র চাকমা, প্রাথমিক শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন, থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তাহেরসহ শিক্ষার্থীদের অভিভাবক সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন ।

বছরের প্রথম দিন নতুন পাঠ্য বই পেয়ে শিক্ষার্থীরা বেশ খুশি ছিল। প্রতিটি প্রতিষ্ঠানেই ছিল উৎসবের আমেজ।

উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে তারা বেশ তৎপর ছিলেন। উপজেলার সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ায় শিক্ষা কার্যক্রম আরে এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া, বই উৎসব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন