খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

khagrachari indigeus peple foram & bmsc programe 9agast pic1,09-08-2016

খাগড়াছড়ি প্রতিনিধি :

“আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার” প্রতিপাদ্য বিষয়ে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম ’ক’ অঞ্চল ও বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল(বিএমএসসি) খাগড়াছড়ি জেলা কমিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় মহিলা কলেজ রোড রাজ্যমনি পাড়ায় বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম ’ক’ অঞ্চল সমন্বয়ক চাইথোয়াই মারমা সভাপতিত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিএমএসসি জেলা শাখার সাধারণ সম্পাদক চাইথোয়াই মারমা সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উক্যচিং মারমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সুমেন ত্রিপুরা, সাধারন ছাত্র/ছাত্রীদের পক্ষে স্টালিন চাকমা, বিএমএসসি জেলা শাখা সভাপতি চাইহ্লাউ মারমা প্রমুখ।

পরে পুলিশের বাধাঁ মুখে একটি বিক্ষোভ মিছিল রাজ্যমনি পাড়া থেকে শুরু করে টিটিসি মোড়ে এসে সমাপ্ত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন