খাগড়াছড়িতে এখনো বৈসাবির নামে চলছে লটারির টিকেট বাণিজ্য

lotary pic copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য খাগড়াছড়ি পৌর শহরে বৈসাবি উৎসবের অনুষ্ঠানমালা শেষ হলেও বৈসাবির নামে চলছে লটারির বাণিজ্য। বৈসু-বিজু-সাংগ্রাই অনুষ্ঠান এক মাস আগে শেষ হয়েছে। একটি মহল বৈসাবির নামে লটারি বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

শ্রমযান কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে পৌর শহরে মাইকিং করে লটারির টিকেট বিক্রি করা হচ্ছে। লোভনীয় নানা পুরস্কার সামগ্রীর কথা বলে সকাল-দুপুর-বিকেল-সন্ধ্যায় মাইক বাজিয়ে লটারির টিকেট বিক্রি করছে। এতে শহরে বসবাসরত পৌরবাসী শব্দ দূষণে অতিষ্ঠ হয়ে উঠেছে। পাশা পাশি বৈসাবি চলে যাওয়ার পরেও বৈসাবির নাম ব্যবহার করে লটারি বিক্রি করায় পৌরবাসী এ জাতীয় কাজকে ভালো চোখে দেখছে না।

এ ব্যপারে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসু উদ্দিন ভূইয়া জানান, শ্রমযান কল্যাণ সমিতির নামে সংগঠনকে জেলা প্রশাসন থেকে বৈসাবির নামে লটারি বিক্রির অনুমতি দিয়েছে বলে তিনি জেনেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন